শব্দব্রাউজ ৩৭ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসনে ৮।১২।২০২০ সকাল সাড়ে আটটায় । সামনে খোলা বইপত্র । মাথায় শব্দ কল্পনা । হাবিজাবি মুহূর্ত থেকে তৈরী হওয়া শব্দ কি করে অহংকার হয়ে ওঠে বোঝা দায় !
শব্দসূত্র : শব্দ কল্প
শব্দ থেকে হাজারো সমার্থক কিংবা বিপরিতার্থক শব্দের খোঁজাখুঁজি বড় স্বাভাবিক । রাস্তার হাজারো প্ল্যাকার্ড কিংবা সকলের খবরের কাগজে লাখো শব্দের আনাগোনা পড়লে বেশ বাস্তবতা শিখে নেওয়া যায় ।তা বলে কি শ ' খানেক রহস্যময় উচ্চারণ পাওয়া যায় না ? প্রতিদিন কি আসে না একটি হলেও কবিতা স্ফুলিঙ্গ । আমাদের প্রাত্যহিক পরচর্চা কিংবা ব্যাজস্তুতি নয়তো খেজুরে আলাপের ভেতর মরে যাওয়া শব্দের চরিত্র বাছতে গিয়ে অহংকার করার মতো কিছু পেলে তখন নিজেকে অন্য জায়গায় বসানো যায় ।
কল্প থেকে কল্পনা তারপর দ্যোতনা ও ব্যন্ঞ্জনা ছড়িয়ে ছিটিয়ে তবে কবিতার ঘরে ঢোকা যায় । কবির মনের ভেতরের পাঠক নির্মম হাতে শব্দ কাটতে কাটতে বার করে উজ্জ্বলতা । তখন তার দ্যুতির সামনে নত হতে ইচ্ছে জাগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন