চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১২
সৌমিত্র রায়
চলন্ত গাড়ি (কুবাই ব্রিজ) ১৫-১২-২০২০; সন্ধ্যা ৬টা২৭; চালের গুঁড়ি ৷ খেজুর গুড় ৷ হাতেগুড়ি সংক্রান্তি ৷৷ নবান্ন ৷ সূচনা ৷ বাঙালির জাতীয় উৎসবের ৷৷ লক্ষ্মীপেঁচার ডানায় ৷ নক্ষত্রের আলো ৷৷ হাল ৷ লাঙল ৷ চ্যাঙারি ৷ কুলো ৷ গৌরবান্বিত ৷ গৃহস্থের কৃতজ্ঞতাজ্ঞাপনে ৷৷ উৎসব আসে ৷ দিব্য আনন্দের সূত্রে ৷৷ ঝারাহাঁড়ি ৷ শ্বাসবাষ্পে কিছু কি শোনাচ্ছো ? পিঠেয় ৷ প্রতিটি কামড়ে ৷ আনন্দের উলুধ্বনি ৷৷ আরে নবান্ন এসেছে যে ! || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন