শব্দব্রাউজ ৪৭ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসনে ১৭।১২।২০২০ র সকাল ৮টা ৪৫মিনিট । গত কয়েকদিন ধরে আলো আঁধারির খেলা সারাক্ষণ মনে ঘোরাফেরা করছে, ঘরেদোরেও দৃশ্যমান । তার থেকে বিভিন্ন ভাবনা আসে বৈকি ।
শব্দসূত্র : আলো আঁধারির খেলা
আলো আর অন্ধকার নিয়ে যখন সারাক্ষণ কিংবা সরণ প্রতিসরণ নিয়ে হাজারো পদার্থবিদ্যার ব্যাখ্যা করতে পারে, গড়ে উঠতে পারে হরেক অনিবার্য আবিষ্কার । সব আবিষ্কারের কেন্দ্রে যে সৃষ্টি, আমরা সারাক্ষণ তার সামনে ঘোরাঘুরি করি মাত্র । জীবনে কোন অমোঘ সৃষ্টি করা হল না, গড়ে উঠলো না আবিষ্কার ভিন্ন অন্য কিছু । 'আলো আমার আলো ' গানের সঙ্গে অন্ধকারের কোন কথা নেই, কিন্তু তবু ছায়ার তৃষ্ণা বাড়ে । আলোর খেলা রোমান্টিক করে আমায় । তবু ছায়াথাকেঅনিবার্যভাবে । যেমন সত্যর সঙ্গে মিথ্যে বসবাস করে।
আঁধারির ভেতরে ঢুকে পড়লে ভয় বাসা বাঁধে । আমরা আলোর যাপনে অভ্যস্ত । তবু আঁধারকে বিরহের রূপ মনে করে কেউ যদি তার ভেতর থেকে যেতে চাইলে কার কি?
খেলা থাকে আলো আঁধারিতে । আলো ছাড়া খেলা করে বড় আপন হয়ে, আনমনে । তাকে ছুঁতে চাই, সে ধরা দিতে জানে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন