পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখলাম
বিপ্লব মাজী
বাড়ি থেকে কংসাবতী নদীগর্ভে নেমে গেছে পথ,
ওদিকে একসময় সূর্যোদয় সূর্যাস্তে হেঁটে যেতাম আর পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখতাম,
সূর্যোদয়ে তোমাকে মনে হত কেশর ফোলানো বুনো ঘোড়া
সূর্যাস্তে মনে হত পথ হারানো হরিণ
জাতকগাথায় পুনর্জন্মের কথা জেনেছিলাম
আর আজ
প্রতিদিনই তোমার পুনর্জন্ম দেখি কংসাবতীর গর্ভে
প্রেমের আলো সাতপাক ঘুরে উঠে গেছে দিগন্তে,
পৃথিবী থেকে উঁকি মেরে তোমাকে দেখলাম :
ডানামেলে উড়ে আসছো মেদিনীপুর শহরে
বহুজাতিক কোম্পানির সুন্দরী প্রতিযোগিতায়...
## ২২ ডিসেম্বর ২০২০। দুপুর ২ টো ২৫ মিনিট।
সুন্দর হয়েছে!
উত্তরমুছুন