শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৫ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৫

সৌমিত্র রায়





গেটবাজার;১৯-১২-২০২০; সকাল ১১:৪৯; সঙ্গীতে ৷ সুন্দর ৷ পৃথিবী ৷৷ নৃত্যে ৷ প্রাণবন্ত ৷৷ সংস্কার ৷ জীবনের পরিচয় ৷ কর্মে ৷ জীবন অনন্ত ৷৷ সাধু সাধু !! গুলঞ্চলতা ৷ আমশাখায় জড়িয়ে ৷ মেতেছে ৷ আনন্দনৃত্যে ৷৷ শূন্যতা ৷ হাওয়ার বহমানতায় ৷ তুলেছে ৷ সুর ৷৷ অদূরেই ৷ সেলুনদোকানে ৷ কাঁচি মেতেছে ৷ নিজের মতো সুরচর্চায় ৷৷ আমি লিখছি ৷ লিখছি ৷৷ আমার কেশ ৷ শিল্পের স্পর্শ পাবে ৷৷ প্রকৃতির পরিচর্যায় ৷ সুর ৷ নৃত্য ৷ অন্তর্নিহিত সত্যে ৷ বিরাজমান ৷৷ আমার অক্ষরকে মুগ্ধ করছে ৷ সব ৷ যা কিছু আমাকে জড়িয়ে ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...