কিছু বই কিছু কথা ২৪০ । নীলাঞ্জন কুমার
ঘ্রাণের পাণ্ডুলিপি । চিরপ্রশান্ত বাগচী । ত্রিষ্টুপ প্রকাশনী । পন্ঞ্চাশ টাকা ।
রবীন্দ্রনাথ বলেছিলেন, ' কিছু কবিতা বোঝার আর কিছু কবিতা বেজে ওঠার '। যদিও সাধারণ পাঠক বোঝার কবিতার দিকে বেশি মনোনিবেশ করে । কবি চিরপ্রশান্ত বাগচীর কাব্যগ্রন্থ ' ঘ্রাণের পাণ্ডুলিপি ' র পংক্তি :' ভিন্ন দেশের জলবাতাসের গন্ধ নিয়ে ভিতরে ভিতরে/ সংশ্লেষিত জড় ও জীবের সঙ্গে ঘুমিয়ে পড়া '
বুঝিয়ে ছাড়ে বেজে ওঠার কবিতা তাঁকে জড়িয়ে ধরে আছে । সে কারণে তাঁর হাত থেকে ছুটে আসে: ' কী আশ্চর্য! ঘ্রাণ শব্দের ভিতর এতো দৃশ্যের জন্ম , মাধুরী মাদকতা; / কখনও ভাবিনি ।' ( ' ঘ্রাণের পাণ্ডুলিপি '), ঘুম? / নাকি কবিতার খোলস ছেড়ে রূঢ় কঠিন কোনও গদ্যের মুখোমুখি! ' ( ' ক্ষুৎ পিপাসার গন্ধ '), ' নাহ্ ; যেতে নেই তাহলে তোমার সমস্ত একদিন আগুন ছাড়াই জ্বলে উঠবে/ দাউদাউ।' (আষাঢ়স্য প্রথম দিবসে) ।
কবি সেই উচ্চারণ করেন যাতে করে আমাদের তন্ত্রীতে ঘা মারে মুগ্ধতার মাধ্যমে । কিছু কিছু ক্ষেত্রে কবিতা বিশ্লেষণ মূলক পড়েছে সে বিশ্লেষণে কতখানি কবিতা আছে তা অন্য কথা তবু সার্বিক অর্থে কবি কবিতাই লিখেছেন বোঝা গেছে ।
আরো বোঝা যায়, কবির লেখনী এক ধারালো বিশ্বাস এনেছে শব্দ ও বোধের মধ্যে । বেজে ওঠা কবিতার স্বাদ বারবার তার জন্য ছুটে আসে । প্রচ্ছদে সাহেব চট্টোপাধ্যায় এক বিমূর্ত উপলব্ধিতে কিছু প্রশ্ন রেখে দিয়ে যান । যা চিন্তা বাড়াতে সহায়তা করে ।
নীলাঞ্জনবাবুকে অশেষ ধন্যবাদ । এইটুকু পাঠ-প্রতিক্রিয়াই আমার কাছে যথেষ্ট ।
উত্তরমুছুননীলাঞ্জনবাবুকে অশেষ ধন্যবাদ । এইটুকু পাঠ-প্রতিক্রিয়াই আমার কাছে যথেষ্ট ।
উত্তরমুছুননীলাঞ্জনবাবুকে অশেষ ধন্যবাদ । এইটুকু পাঠ-প্রতিক্রিয়াই আমার কাছে যথেষ্ট ।
উত্তরমুছুন