রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




ধোওয়া তুলসী পাতা তুমি

নষ্ট গাছের শাখায় সেজেছো মনোরম 


নির্জন ফুলে তোলপাড় প্রতিবেদন


গাছেরা আত্মমগ্ন হলে

সবুজ সংকেতে ব্রাউজার

২টি অসুস্থ চোখে মনোহারী দৃশ্যের নিরাময়

বিলিয়ে দিচ্ছেন ঈশ্বর 


১০

অবাক মনঃসংযোগে

ক্যামেরায় ক্যারাভান

এই মনোরোগ বিশেষ কারণে 

শরীরে রোপন


সন্ধি ফেঁদে হারিয়ে যাওয়া বিয়োগের স্রোত

শুধু কয়েকটি যুক্তাক্ষর চেয়েছিল মেলবন্ধন 


অ্যালজোলাম (গণিত)  ঘুম

সম্পর্ক (ভাজিত) তুমি (সমান) শ্মশানের নীরবতায় 

কিছু ভাগশেষ (অবশিষ্ট) ছাই মেখে জাগিয়ে 

তুলছে আগুন

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...