বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালন || বিশেষ প্রতিবেদন || ড.শান্তনু পাণ্ডা

 

বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালন

বিশেষ প্রতিবেদন~ ড.শান্তনু পাণ্ডা



সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে  তরুণ বিপ্লবী ক্ষুদিরামের ১৩২ তম জন্মদিন পালিত হলো। 

ক্ষুদিরাম বসুর মা লক্ষ্মী প্রিয়া দেবী কখনো ভাবতেই পারেননি মাত্র তিন মুঠো খুদের বিনিময় তিনি যাকে বিক্রি করে দিয়েছেন সে বড় হয়ে অখন্ড ভারতের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের সবথেকে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একটি হয়ে তরুণ প্রজন্মকে বিপ্লবের ধারা ও পথ দেখিয়ে যাবেন যুগ যুগ ধরে বাংলার গর্ব ও বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন ।আজ আমরা সকাল ন'টায় কালেক্টরেট  মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয় ।এখানে সংক্ষিপ্ত ভাষণ দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা #গোপাল সাহা মহাশয় এরপর আমরা #ক্ষুদিরাম বসুর ছেলেবেলা যেখানে কাটিয়েছেন ।সেই হবিবপুরের বাড়ির মূর্তিতে মাল্যদান করা হয় এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক সুদীপ কুমার খাড়া ,সমাজসেবী সুস্মিতা পাল ,সমাজসেবী নন্দিতা দে, পরিবেশবিদ মণিকাঞ্জন রায়।   ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা #গোপাল সাহা ,কার্যকরী সভাপতি #পিন্টু সাউ সহ-সভাপতি #ইন্দ্রদীপ সিনহা কনভেনার নরোত্তম দে ,সম্পাদিকা পারমিতা সাউ ,সদস্য অনিশ সাউ ,ও অর্ণব পাত্র। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবনাথ মাইতি ও সময় বাংলার সাংবাদিক রঞ্জু।

সংবাদ: ড. শান্তনু পাণ্ডা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...