সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

গভীর কাঁদে || রবীন বসু || কবিতা

গভীর কাঁদে

রবীন বসু





এই যে নরম সকাল, মেঘলা আকাশ

শস্যহীন মাঠে সূর্যদেব দাঁড়িয়ে

আবর্তন শেষ হবে, পুনরাবর্তন

আমার দৃষ্টির মধ্যে এই সব সজ্জিত থাক


চেনা দৃশ্য আর অজানা রহস্য মাখামাখি

এই যে প্রকৃতি মাঠ, আকুল হৃদয়

দ্বন্দ্বময় আমাদের ঊষর যাপন

কোথাও গভীরে কাঁদে কাদামাটি অনন্ত জীবন



রবীন বসু

১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০ ০৪২

ফোন :  9433552421

হোয়াটসঅ্যাপ : 8017135485


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...