বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪৬ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ৪৬ || নীলাঞ্জন কুমার 






তেঘরিয়ার বিপাশা আবাসনে ১৬।১২।২০২০ তারিখে সকাল ১০টা ৫০মিনিটে এসেও কবি গৌরাঙ্গ মিত্রের গতকালের মৃত্যু সংবাদ মেনে নেওয়া গেল না । তবু আমাদের আনন্দে থাকতে হয়,  তবু প্রাত্যহিক আনন্দে থাকতে হয়,  তবু প্রাত্যহিক ধারাবাহিকতায় ডুব দিতে হয় জাগতিক নিয়মে । সব মৃত্যুর চিরশান্তি কামনা করে নিজেকে ভোলাই , আর কিছুই নয় .....


শব্দসূত্র:  তবু শান্তি তবু আনন্দ



তবু শান্তির জন্য আকাঙ্ক্ষা মৃতের প্রতি । তবু দুঃখ আস্বাদ করি শূন্যতার অনুভবে । শূন্যতা কি তার কখনো পূরণ করতে পারে ? যন্ত্রণা ছুঁয়ে থাকার ভেতর দিয়েও যেমন প্রাত্যহিকতা  গড়ে ওঠে,  তেমনি অনিবার্য দুঃখ বড় বেশি কাতর করে । দীর্ঘ সময়ের স্তব্ধতা জড়িয়ে মড়িয়ে নিজেকে আবার শান্তির কাছে নিয়ে যাই । ' এই জীবন এমনি করে আরতো সয় না 'যদি গেয়ে উঠি তবে সত্যি কি দুঃখের দমবন্ধ ফিকে হয়?  বড় মেনে নিতে হয় বাস্তবতা !



তবু আনন্দে গেয়ে উঠি দুঃখ ভুলে । তবু স্বপ্নে রূপসীরা ভীড় করে । আবার মেতে উঠি সময় মেনে । সুখ দুঃখ জটিল অঙ্ক । যারা বলে ' দুঃখ ভুলে যাও ' তারা দুঃখকে ভয় পায় । আচরণে বুঝে ফেলি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...