চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৮
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
চলন্ত গাড়ি (মেদিনীপুর) ; ২২-১২-২০২০; সন্ধ্যা ৬:৪৭; হোর্ডিং ৷ হাসছে ৷ ল্যাম্পপোস্ট ৷ হাসছে ৷ ট্রাফিক গার্ড ৷ হাসছে ৷ কেউ কিন্তু সোজাসুজি হাসছে না ৷ হাসতে পারছে না ৷ কোনোকিছুই ৷ সোজাসুজি ৷ সহজে ৷ টিভির সংবাদ ৷ দর্শক ৷ সবাই মেতে আছে হাসাহাসিতে ৷ কিন্তু যে যার চারপাশ ৷ চারপাশে লুকিয়ে রাখা অন্ধকার ৷ অদ্ভূতভাবে গম্ভীর হয়ে আছে ৷ তা জানে ৷ হোর্ডিং ৷ ল্যাম্পপোস্ট ৷ ট্রাফিক গার্ড ৷ আর এই অদ্ভূত সময় ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন