কিছু বই কিছু কথা ২২৫ । নীলাঞ্জন কুমার
কাছে এলে ভালোবাসলে কি! । অশোক চট্টোপাধ্যায় । ইউনাউটেড বুক এজেন্সি। পঁয়ত্রিশ টাকা ।
১৯৮০ সালে কবিতায় যদি ভালোবাসার কথা ফুটে ওঠে, আর কেউ যদি সেই দশকের কবি হন, তাতে দেখা যাবে তিনি ভালোবাসায় নতুন স্বাদ নিয়ে আসবেন । যদি পন্ঞ্চাশ কিংবা ষাটের কোন কবি আশির দশকে এসে প্রেমের কবিতা লেখেন তবে তিনি তা করতে সক্ষম হবেন না, যদি না সেই কবির নতুনকে গ্রহণ করার যোগ্যতা থাকে । কবি অশোক চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ' কাছে এলে ভালোবাসলে কি ! ' র কবিতাগুলো লেখা হয়েছে আশির দশকে যা প্রকাশিত হয়েছিল ২০০৬সালে পুরুলিয়া বইমেলায় । কবির কবিতা কোনোভাবে নতুনকে গ্রহণ করতে পারেনি তাই তাঁর কবিতা সত্তর আশি বছর আগের কবিতা মনে করায় । তাই তিনি এসময় পাতে না দেওয়ার মতো পংক্তি হাজির করেন: ' ভালোবাসার যোগ্য তো নই/ সে কথা নয় বোঝা গেল/ ভালোই হল ।', (প্রশ্ন কিছু তোমার কাছে) , ফিরবে তো সেই সন্ধ্যা হলে/ থাকুক না হয় সে বিস্মৃতি । ' ( ' ইচ্ছে হলে ') , ' কৃষ্ণেণ্দু তোমার দু'হাতে শুধু জমা থাকে যন্ত্রণার প্রতীক্ষার বিবর্ণ সময় । ' ( সুদেষ্ণারা চিরকাল এভাবে হারায় ') , ' জীবন নিয়ে টানাপোড়েন, মরার ভয়ে পূণ্য/ দুয়ের মাঝে বসানো হল হৃদয় ভরা শূন্য ।' ( শূন্য) -ইত্যাদি অতি সরলীকরণ পড়ে কবির প্রতি হতাশা আসে ।
আফশোস এই, অনেক কবি হয়তো বহুদিন লিখে যাচ্ছেন । তারা কি লিখছেন? কেন লিখছেন? সেগুলো কোন কাজে লাগবে? তারা বোঝেন না । ফলে তাদের ভেতরে বহুদিনের লেখালিখির গর্ব কিছু কবিতাতে ফুটে ওঠে । কবি অশোক চট্টোপাধ্যায় তার বাইরে নন। এইসব কবিতা নিয়ে কাব্যগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নেবার আগে তাঁর আরো একবার ভাবা উচিত ছিল । রণজিৎ হীরার প্রচ্ছদ ও দীপেশ মিত্রের গ্রাফিক্স
স্রেফ সাধারণের মনোরঞ্জনের জন্য করা হয়েছে । তাতে ব্যবসা ব্যবসা গন্ধ বের হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন