মৃত্যু সম্পর্কিত দিবাস্বপ্নের রেলিং
আমিনুল ইসলাম
১
কাঁটা এফোঁড় ওফোঁড়
ব্যথা ডাউনলোড হয়ে
আসছে পাঁজর
২
পাঁজি দেখেন ডাক্তার
ঠান্ডা উলুধ্বনি
স্রোত সম্পর্কিত ক্যামেরায়
হেলান দিচ্ছে
৩
নৌকা এলিমিনেট করার নয়
অপারেশন ইজ গোয়িং অন
১টি পাখির শীষ দূরবীন আঁকছে
স্কুইরাল হেয়ার
মোলায়েম স্পর্শ মেখে তুলি
ব্রাউজ করছে কিছু
টেরাকোটা স্বপ্নের দালান
৪
লাল রঙের মাটি কাঁকর
এতএব লালমাটি = লাল মাটির দেশ
কাঁকড়া বিছে মনে হলে
সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে
চিকচিক বালির উপর
ভয় < ভয়ংকর লেগ স্পিন
সোজা মধ্যম উইকেট ছুয়ে
মাঠের → বাইরে
৫
পারতপক্ষে মৃত্যু যার নাম! যদিও
কেউ কেউ হালকা রঙে আঁকেন
৬
ছবি থেকে ছবি জমানো
অজস্রতা = স্তুপিকৃত = ডাস্টবিন
সুতরাং অপ্রয়োজন = রিসাইকল বিন
৭
অপ্রতুল তথ্যের দিব্যালঙ্কার
রেখেছে গোলাপ
৮
যতটা গোলাপি মনে হওয়া
ঠিক তেমন দেখেনি সানগ্লাস
আপলোড দিবাস্বপ্নের রেলিং
লাইভ স্ট্রিমিং হয়ে আসে
মাল্টিপল চয়েসের খোলা দিগন্তে
তুমি একা ও কয়েকজন
নিঃশব্দ রোপন করতে ব্যস্ত এখন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন