শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

গতকাল রাতে বেথলেহেমের শিশুটি মেদিনীপুর এসেছিলেন || বিপ্লব মাজী || বড়দিনের কবিতা

গতকাল রাতে বেথলেহেমের শিশুটি মেদিনীপুর এসেছিলেন

বিপ্লব মাজী 




গতকাল রাতে 

             বেথলেহেমের শিশুটি 

                              মেদিনীপুর এসেছিলেন 

একটি উজ্জ্বল তারা 

পথ দেখিয়ে তাঁকে নিয়ে এসেছিল,

তাঁর সঙ্গে ছিলেন 

          ক্রিসমাস ট্রি নিয়ে সান্তাক্লজ ।


মেদিনীপুরের  শিশুরা 

এই অলৌকিক দৃশ্য দেখে অভিভূত, 

বেথলেহেমের শিশুটিকে 

                      তারা প্রশ্ন করেছিল 

                                     কোভিড-১৯ নিয়ে --

বিমর্ষ বেথলেহেমের শিশুটি উত্তর দিয়েছিলেন 

এই অজ্ঞাত ভাইরাসটি সম্পর্কে

                                 তিনিও কিছুই জানেন না, 

কেননা এই ভাইরাসটির জন্ম স্বর্গে না 

পৃথিবীর ল্যাবে 


বেথলেহেমের শিশুটি 

সান্তাক্লজের সঙ্গে স্বর্গীয় কেক বিস্কুট চকলেট 

           শিশুদের ঘরে ঘরে বিলি করে 

                        মহাকাশ যানে স্বর্গে ফিরে যান


মেদিনীপুরের শিশুরা 

যে যার বাড়ির জানলা দিয়ে  

সেই স্বর্গীয় দৃশ্য দেখে অভিভূত ! 


শীতের রাত, 

            দূরের গির্জা থেকে 

ক্রিসমাসের ঘণ্টাধ্বনি ভেসে আসছে... 


## ২৪ ডিসেম্বর ২০২০। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...