চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২
"আই-যুগ"-এর কবিতা
সৌমিত্র রায়
শরৎপল্লী; ০৬-১২-২০২০; সন্ধ্যা ৬:৪৫ ; পথ ৷ বেহাত হয়নি ৷৷ হয়নি ৷ বেহাত ৷ রাজপথের সৌন্দর্য ৷৷ সেজেছে পথ ৷ দলীয় পতাকায় ৷৷ সৌন্দর্য ৷ হাতেই থাকে ৷ পথ ৷ পথের সৌন্দর্য ৷ রাজনৈতিক জনসভার ৷৷ চায়ের কাপ ৷ চিবুকে নামানো মাস্ক ৷ সান্ধ্য আড্ডা ৷ আর সব ল্যাম্পপোস্ট ৷ আঁচ,আগুন,বাষ্প,আলোর ঠিকানা খুঁজছে নিরন্তর ৷৷ পর্দা আর পতাকার আড়ালে ৷ শুধু বাঁশ ৷ সভাস্থলজুড়ে ৷ জাগে রাত ৷ দেয় পাহারা ৷৷ পথ আর পথিক ৷ বুঝে নিচ্ছে ৷ সৌন্দর্য ৷ ঘামের ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন