রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪৯ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৪৯ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ  ৪৯ 

তেঘরিয়ার বিপাশা আবাসন ১৯। ১২। ২০২০ সকাল আটটায় । নেতিবাচক ও ইতিবাচকের ভেতরে বিরাট ফারাক নিয়ে ভাবতে গিয়ে হাজারো ভাবনা । তাকে জারিত কোরে তবে এই শব্দব্রাউজ ।



শব্দসূত্র:  ইতিবাচক কথাবার্তা


ইতিবাচক বিষয় মানেই সুষ্ঠু সমাধান । জীবনের হাজারো সমস্যার সামনে ইতিবাচক চিন্তা মানে বাড়তি সুখ । মতান্তর মনান্তর ঈর্ষা হিংসা থেকে কিছুটা নিস্তার । হালকা হাসি মুখে কখন যে ছড়িয়ে পড়ে ! সমাধানের পর সুকুমার রায়ের ' দাড়ে দাড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে ' কবিতাটি অবলীলায় আবৃত্তি করতে পারা যায় মন খুলে । বুঝে নিতে পারা যায় তার ভেতরকার চিন্তাধারা । অদ্ভুতুড়ে রহস্যের সামনে যেমন কোন ইতিবাচক চিন্তা নেই,  তেমনি  ওস্তাদির শেষ রাতের ওস্তাদির ভেতরে ঢুকতে পারাও যায় না । শেষ কথা কে বলবে ভাবতে গিয়ে অহৈতুকি ছোটাছুটি । তার ভেতরে হেতু খুঁজে ক্লান্ত । প্রাত্যহিক জীবনে হাজারো ইতিবাচক কথাও কখন যে নেতিবাচক হয়ে যায়! তার থেকে জমে ওঠে
মতান্তর মনান্তর ইত্যাদি ইত্যাদি.....



কথাবার্তার হাজারো স্তর । কথাবার্তার হাজারো সমাধান । কথাবার্তায় হাজারো স্বাদ- বিস্বাদ । কথাবার্তায় দিন আসে দিন ফুরোয় । তবু কথা থেকে যায় .....





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...