শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নমনীয় অক্ষরের আদর || আমিনুল ইসলাম || ধারাবাহিক কবিতা

নমনীয় অক্ষরের আদর

আমিনুল ইসলাম 




নেই ঘুঙুর 

হারানো সুরের আশ্রয়ে

এতএব সব কোলাহল শান্ত নদীর মনে 

সুয়োপোঁকাহীন শিহরণ ধানের সরলতায় 

শয্যাশায়ী ১টি কৃষ্ণাঙ্গ দুপুর 

১টি ঘুঙুর বাতাসের স্পর্শ খোঁজে 


অনন্তকাল 

ঝরনার খেয়াল-খুশি

শরীরে লেগে থাকা আবহকাল


কালির ছোঁয়ায় রূপসী নোটবুক 

লেবেল ক্রসিং- এ ডানা মেলে দেয় 

ওয়েব থেকে জীবনে পদার্পণে

লেগেছিল ভীড় 


অনন্তযাপণ থেকে কবিতার অঙ্কুর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...