নমনীয় অক্ষরের আদর
আমিনুল ইসলাম
৭
নেই ঘুঙুর
হারানো সুরের আশ্রয়ে
এতএব সব কোলাহল শান্ত নদীর মনে
সুয়োপোঁকাহীন শিহরণ ধানের সরলতায়
শয্যাশায়ী ১টি কৃষ্ণাঙ্গ দুপুর
১টি ঘুঙুর বাতাসের স্পর্শ খোঁজে
৮
অনন্তকাল
ঝরনার খেয়াল-খুশি
শরীরে লেগে থাকা আবহকাল
কালির ছোঁয়ায় রূপসী নোটবুক
লেবেল ক্রসিং- এ ডানা মেলে দেয়
ওয়েব থেকে জীবনে পদার্পণে
লেগেছিল ভীড়
অনন্তযাপণ থেকে কবিতার অঙ্কুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন