সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫০ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫০ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা




তেঘরিয়ার বিপাশা আবাসন ২০। ১২। ২০২০ সকাল ৮টা ১৫ মিনিটে মনে এলো ' পুরস্কার তিরস্কার কলঙ্ক কন্ঠের হার ' কথাটি । এই আপ্তবাক্যটি আমরা তেমন কেউ মেনে চলি না।  কলঙ্ক কিংবা তিরস্কার কন্ঠের  হার করতে আমাদের ভীষণ আপত্তি ।



শব্দসূত্র : কলঙ্ক কন্ঠহার



কলঙ্ক নিয়ে যখন কথাবার্তা, তখন সত্যি কথা বলতে কি
অনবধানে কিংবা জ্ঞানত: কলঙ্কের কাজ করেও খুব সহজেই ঝেড়ে ফেলে দেবার ইচ্ছে মাথাচাড়া দিয়ে ওঠে । কোন্ ধর্ষক আর নিজের দোষ মাথা পেতে নেয় ? কোন্ হত্যাকারী নিজেকে পুলিশের কাছে সমর্পণ করে? 
দোষ স্বীকারের বাইরে কত ' নিষ্পাপ ' হওয়ার জন্য প্রমাণের কসরৎ ! কত মামলা মোকদ্দমা,  সময় নষ্ট । জানি কলঙ্ক একবার গায়ে লাগলেই সারাজীবন লেপ্টে থাকে,  তাই আজো কলঙ্ককে তেমন করে বোঝা হল না । বুঝতে পারলাম না কলঙ্ক লাগার দুঃখ । প্রশ্ন জাগে,  চাঁদের কলঙ্ক নিয়ে আমরা কেমন লালায়িত! সে কি হত্যাকারী কিংবা ধর্ষক নয় বলে ?




কন্ঠহার নিয়ে যতই লোভ থাক মহিলাবর্গ কিংবা তস্কর সমাজের কিন্ত ' কলঙ্ক কন্ঠহার ' নিয়ে কারো লোভ না থাকা স্বাভাবিক । কলঙ্ক স্রোত ঢেউ এর মতো, পাড়ে ধাক্কা মারে । খবরের কাগজ তা শুঁকে বেড়ায় । সকালে বাহারি  হয়ে চায়ের টেবিলে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...