শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২১ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২১

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


গোপগড় ; ২৫-১২-২০২০ ; বিকেল ৫:৩২ ; উৎসব ৷ একটি গ্রহজুড়ে ৷ সব নক্ষত্ররা জানে ৷ যদি নাও জানে ৷ তবুও উৎসব পৃথিবীতে ৷৷ গোপগড় ৷ লাল মাটি ৷ বিরাট রাজার জনশ্রুতি ৷ গাছেদের সারি আর ৷ ছোটো ছোটো ঝোপের ফাঁকে ৷ চড়ুইভাতি ৷৷ কাঁকর মেতেছে ৷ আলাপে ৷ মানুষের পদধ্বনিতে ৷৷  ঠোঁট ৷ ওয়াইন ছোঁওয়া ৷ মুখরিত গ্রাম্য ভাষায় ৷ জনস্রোত যে ভাষাকে গালাগাল বলে ৷৷ ঝড়ে পড়া পাতায় ৷ নেশাগ্রস্ত সন্ধ্যা ৷ মজেছে উৎসবের প্রেমে ৷৷ গাছেদের চূড়ায় ৷ বিদায়ী সূর্য ৷ বলছে জানি ৷ সব জানি ৷ আজ পৃথিবীতে ছিল ৷ উৎসব ৷৷ গাড়ির চাকায় চাকায় ঘরে ফেরার তাগিদ ৷ আমার অক্ষরেরা নেশাগ্রস্ত ৷ ওয়াইন ছাড়াই ৷ তার উৎসব ৷ প্রতিদিন ৷ তবু আজ বড়দিন ৷ ভিন্ন মাত্রার আনন্দ ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...