রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৬ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৬ 

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা




জামাইদার দোকান; ২০-১২-২০২০; সন্ধ্যা ৬:৪৫; ঘুঘনি ৷ ১ প্লেট ৷ তার উষ্ণতায় ৷ কবিতার উষ্ণতা ৷ মিলেমিশে একাকার ৷৷ কবি অরুণ ৷ আর তার ব্যাগ ৷ স্পর্শ চাইছে আঙুলের ৷ ব্যাগের চেন টানতেই ৷ বেরিয়ে আসছে প্রুফ ৷৷ কবিতারা ছন্দ ফেরাতে চাইছে সভ্যতার ৷ পরমচেতনায় ৷৷ আই-চিন্তনে ৷৷ কেটলীর ঠোঁট থেকে ৷ নেমে আসছে কবিতার উষ্ণতা ৷ কাপে ৷ চুমুকে চুমুকে বিপ্লব !! ভয় পেয়ে গেছে ডিসেম্বরের শীত ৷ হা হা হা ৷ হায় রে পৃথিবী ! কবিদের ভালোবাসতে ভুলে যেও না কখনো ৷ ১প্লেট অক্ষর ৷ বিলোবে উষ্ণতা ৷ এই ভীতু সভ্যতায় ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...