শব্দব্রাউজ ৪০|| নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন ১১। ১২।২০২০ সকাল ৯টায় । ম্রিয়মান কুয়াশা দিনে রৌদ্রোজ্জ্বল দিনের কথা মনে পড়ে । ঠিক এই সময় শান্ত তেঘরিয়ায় যদি দারুণ উৎসব আবহাওয়া থাকতো তবে অন্তত কিছু অন্যরকম হতো । এসব ভাবতে ভাবতে সুধীন দাশগুপ্ত-র কথা ও সুরে ' এই উজ্জ্বল দিন ' গান ভেসে উঠল ।
শব্দসূত্র : এই উজ্জ্বল দিন
এই সময় জটিলতার বাইরে যেতে মন চায় । মন চায় আজীবন উৎসবময়তার ভেতর দিয়ে নিজেকে খুঁজে পেতে । এই সময় কোন অঙ্গীকারে আবদ্ধ থাকতে চাই না, স্বপ্ন দেখি যেন উচ্ছ্বলতার । নিমেষে ছুটে আসুক শব্দহীন আলোর উৎসব । এই দুর্বিপাকে কিছুটা হলেও ইন্দ্রিয় সুখ পাই ! ওই সময় স্পষ্ট লাগাম ছেড়ে ঘর থেকে বাইরে আসুক । মাতুক । দিনরাত এক হোক । সব ফুল ফুটে উঠুক ।
উজ্জ্বল হওয়া আনন্দেরই নয় । সুখের সামনে দাঁড়ানো । কে না চায় উজ্জ্বল হতে ! গড়তে গড়তে কখন যে নিজেকে সৃষ্টিসুখে সাজিয়ে রাখি বোঝা দুষ্কর । হালচাল যা হোক, উজ্জ্বলতা নিয়ে স্বপ্ন দেখতে বাধা নেই, তাতে এই কঠোর সত্য থেকে ভুলে থাকা যায়, কি বলেন?
দিন আসে । দিন যায় । যা থাকার তা ইতিহাস হয় । গল্প হয় । কিংবদন্তি হয় । বাকি কেউ খোঁজে ? নিমেষে ডিলিট হওয়া মুহূর্তের সঙ্গে কে আর চ্যাট করে .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন