শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

চ্যাটমোড- এ লেখা-১ || ধারাবাহিক কবিতা

সৌমিত্র রায়



ডিসেম্বর ৫, ২০২০; সন্ধ্যা ৬:৩৯ ; শনিবার ; মেদিনীপুর; আলোকিত ৷ অক্ষরবিশ্ব ৷ চ্যাটমোডের আলোয় ৷৷ এই শীত ৷ শীতঘুমে তারা ৷ যারা চেয়েছিল ©যশ ৷ চ্যাটমোড-এ ৷৷  অক্ষর- সেলিব্রেশনে ৷ সাপখেলা হবে ৷ ব্যালকনির পর্দায় ৷৷ কাতরতাহীন শীত ৷ হাতড়াচ্ছে স্মৃতি ৷ জুতোর ফিতের আলস্যে ৷৷ হাঁটতে চাইছে~ ক্যারেক্টারজ ~ স্পেশাল, নিউমারিক এবং নরমালরাও ৷৷ ঘুম ভাঙছে ? কারো ? হে আনন্দ ৷ শূন্যতাহীন শূন্যতায় বাড়ছে আলাপ ৷ চলো হাঁটি ৷৷ ঘাম ৷ ফুরফুরে~ নির্মেদ~ করে তুলবে~ কবিমন ৷৷ চিহ্ন ৷ অক্ষরের হাঁটাহাঁটি ৷ শুরু হোক ৷ @ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...