বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৭ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৭

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ৩১-১২-২০২০; সন্ধ্যা ৬:২১; যাক ৷ হয়তো সৌভাগ্য হল ৷  নতুন বছর দেখার ৷ আনন্দ ৷৷ আমার ব্যালকনিজুড়ে ৷ চারপাশ ৷ মেতে আছে আমাতেই ৷৷ সাউণ্ডবক্স ৷ উচ্চস্বর ৷ গাছে ঝোপে সন্ত্রস্ত পাখি-পোকামাকড় ৷ হয়তো জানে না ৷ নতুন বছর আসছে ৷৷ আমার ব্যালকনি ৷ আমার খাঁচা ৷ আমাকে আবিষ্কারে মেতে ছিল কিছুদিন ৷৷ আমাকে আগলে রাখা দেহখাঁচা ৷ হাতযন্ত্র ৷ তুলসীর পাশে ৷ ঠাঁই দিয়েছে গুলঞ্চলতাকে ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...