চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬
সৌমিত্র রায়
চলন্ত গাড়ি (কেরানীতলামোড়,মেদিনীপুর); ১১-১২-২০২০; সন্ধ্যা ৬:২৮ ; স্ট্যাচুরা ৷ অবহেলিত ৷ নির্লিপ্ত ৷৷ তাদের দিকে তাকিয়ে ৷ বাতিস্তম্ভ ৷ আলোর অহংকার ৷ ধুয়ে দিচ্ছে ৷ ধুয়ে দিচ্ছে ৷ স্ট্যাচুদের ৷ আলোয় ৷৷ মাথায় পাখির গু ৷ গলায় পচা মালা ৷ নির্লিপ্ত ৷ নির্লিপ্ত ৷ স্ট্যাচুরা ৷৷ আমি মনিকাঞ্চণ রায়কে লিখতে বলেছি ইতিহাস ৷ শহরে শহরে স্ট্যাচু প্রতিষ্ঠার ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন