চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪
"আই-যুগ"-এর কবিতা
সৌমিত্র রায়
ধান্যছড়া; ০৮-১২-২০২০; বিকেল ৪:৩৬ ; নাড়াগোছায় ৷ ধানের শীস ৷ রূপান্তরিত জীবনের গল্প জমিয়েছে ৷৷ সেখানে মধুময় ৷ বিচ্ছেদও ৷৷ কাস্তেরা যৌবন ধরে রাখে ৷ ধারালো উগোয় ৷৷ সময় খুঁটে খাচ্ছে গন্ধ ৷ হেমন্তের ৷ বিচালীর খড় থেকে ৷৷ আকাশ ৷ আর তার নিম্নবর্তী শূন্যতা ৷ রূপান্তরের রহস্যে মাতে ৷ যখন গান গেয়ে উঠছে ওই দিনমজুর ৷৷ ওই নীরব গল্পকথায় ৷ সৃষ্টির সব সুর ৷ বিলোয়, আনন্দ, অহেতুক ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন