সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪৩। নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ৪৩। নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসনে তিন তলার ফ্ল্যাটে ১৩। ১২।২০২০ সকাল ন'টা নাগাদ খুঁজি আমি কতটা ঠিকঠাক আছি কিংবা দিনগুলো ঠিকঠাক নিজের করে নিতে পারছি কিনা । আমার দু-জনের পরিবারের গতানুগতিকতা এই মহামারীতে  কি একটুও স্পর্শ করেনি ? খুঁজছি গভীরে .....


শব্দসূত্র: এ জীবন ঠিকঠাক


এ মুহূর্তে ধরে রাখতে গিয়ে পড়ে ফেলি পরমুহূর্তের ঘটনাস্রোত । এ এক অবাক বিস্ময়,  সময় না আসতে আসতে অবিকল তাকে বুঝে নেওয়া,  যা অবিরাম নেশা য় নিয়ে যায় ।মুহূর্ত মুহূর্তে যোগ হয়ে যে মিনিট ঘন্টা হয়ে যায় তাকে কে আর যোগ করে ধরে রাখে? মুহূর্ত আমায় আদর করে,  বাহবা দেয়,  ঝগড়া করে,  মারধোর করে,  নিস্তব্ধতার ভেতর দিয়ে তাকে বুঝতে।


জীবন  আটকে থাকতে জানে না,  বোঝে না স্থিরতা । জীবন মরুভূমি হয়ে গেলে কি করে যে কান্না জড়ো হয়!
গরমিলও রোধ করা যায় না ।


ঠিকঠাক ছুঁইমুই করি । হাত ভরতি দিন  আমার চাই । সব আকাঙ্ক্ষা সামনে আসুক । আমি সুখী হতে চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...