শব্দব্রাউজ ৩৯। নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন ১০।১২।২০২০ সকাল সাড়ে আটটায় । কবি নাসের হোসেনের আকস্মিক মৃত্যুর ছায়া মনেতে গভীর । আজকের কুয়াশাময় আকাশের মতো সব ভারভার । ফেসবুকে চলছে নাসের চর্চা । চলুক । খবরের কাগজে নাই বা থাকলো ।
শব্দসূত্র : দুঃখ । মৃত্যু ।
দুঃখ আমাদের ভয় দেখায় । অথচ দুঃখেরসঙ্গে কোলাকুলি করে বেঁচে থাকতে হয় । আছে দুঃখ বলে সুখ বড় গাঢ় হয়ে চোখের সামনে । ক্ষণিকের জন্য । কিছু কিছু দুঃখ হতবাক করে, শোকস্তব্ধ করে । হারানোর ব্যথা অনুভব করি ।
মৃত্যু কান্না মনে মনে । শতবার ডাকলেও যে কোন কথা না শুনে চলে যেতে পারে, তারজন্য অভিমান বাসা বাঁধে না । প্রিয়জন স্তব্ধ হলে কে যেন ভেতরে ভেতরে গেয়ে ওঠে ' আছে দুঃখ আছে মৃত্যু '। কবির মৃত্যু হলে সাধারণের কোন দায় নেই, থাকে কবিদের দুঃখ । কে যেন ঘিরে রাখে বৃত্তবন্দি করে । আকাঙ্ক্ষা রয়ে যায় স্বপ্নে , বাস্তবে । মৃত্যু স্বাদ যে পায় সে কি আর ফিরে তাকায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন