অসমাঙ্গ হৃদয়ের অসমাপ্ত কথা
সহেলী দে
শীতের শিশির ভেজা মস্।
গালিচা বিছায়ে সবুজের শালের আবডাল তলে;
রোদমাখা আবদারে সেঁক নেয় অসমাঙ্গ হৃদয়।
হোক সে অনুন্নত তবু অনাবিল তার সংযম,
যদিও তোমার কাছে তা সংশয়!
উজ্জ্বল চাকচিক্যময় সবুজের গালিচা আস্তরন~
তরঙ্গের মিঠেলা রোদের হাসিতে মন ভোলায়।
ভালোবাসিতে বাসিতে ছুঁয়ে দেয় পায়ের দুপাতা,
তখন সাবেকী ফার্ণ স্বপ্নের রডোডেনড্রনের ছাতা।
উঁকি দেয় মনের অগোচরে সরস আবেসে;
কানে কানে বলে যায়- হ্যাঁ হ্যাঁ আমি আমিই!
ভালোবাসি তাই বার বার তোমার কাছেই,
সেই তোমার কাছেই, ভালোলেগে~
ভালোবেসে ফিরে ফিরে আসি।
যতবার ফেরাও মোরে অনাদরে,
তবু ফিরে আসি ভালোবাসি।
আলগোছা পরশে অগোছালো হরষে,
আমি তোমাতেই তোমাকেই ভালোবাসি।
কি অদ্ভুত সেই ভিজে অনুভূতির রোদেলা হাসি!
আমি তোমার শ্রেয়সী আর আমি তোমার প্রেয়সী।
প্রীতি প্রেমের অনন্যা আভাসী;
জারবেরাকে বুকে আগলে ফিরে আসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন