চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২২
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
কাঁসাই; ২৬-১২-২০২০; সন্ধ্যা ৫:২১; ছিপ ৷ সাইকেলে ৷ আরোহী ৷ নদীর পাড়ে ৷ টুপি ৷ সোয়েটার ৷ মুষ্টিবদ্ধ হাত ৷ একসাথে ৷ সবাই ৷ উপভোগ করছে শীত ৷ শীত সন্ধ্যা ৷৷ ঘাট ৷ প্রতিমার কাঠামো ৷ ফুল ৷ চাঁদমালা ৷ আবর্জনায় ৷ হুমড়ি খেয়ে পড়েছে ৷ আকাশের অবশিষ্ট লাল আভা ৷৷ লাল আভায় মুখ দেখছে ৷ সব ৷৷ সেল্ফিতে ব্যস্ত পর্যটক ৷ উল্টোদিকে চাঁদের দিকে তাকিয়ে ৷৷ চাঁদ ৷ সে উঠেছে ৷ এই সবকিছু দেখতেই ৷৷ দেখাদেখিতেই সার্থক ৷ এই একমুহূর্তের কবিতা ৷৷ নদীর মাছেরা ৷ মাপছে ৷ মেপেই চলেছে ৷ জোছনার গভীরতা ৷৷ ছিপ ৷ এসব আর কিছুই ভাবছে না ৷ সে ফিরবে ৷ ফিরবে ৷ চাঁদ মেখে ৷ তাতে কী !! যতটা না উষ্ণতা আছে ৷ জোছনায় ৷ বেশী আছে সন্ধ্যার শীত কাতরতা ৷৷ চাঁদমালা ৷ জলে ডোবা ৷ এর সবটুকু বোঝে ৷৷ প্রতিমার কাঠামো ৷ ডুবে আছে ৷ আকাশে ডুবেছে ৷ সূর্য ৷ এইসব ডোবাডুবির ইতিহাস লেখতে ৷ ডুবসাঁতারে উঠে আসছে ৷ আস্ত একটাা দিন ৷ সন্ধ্যাও !|| আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন