মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫৮ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৮ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন সকাল আটটা কুড়ি । বল লোফালুফির ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ আমার পুরনো কবিতার লাইন মনে এলো ' ছড়িয়ে ছিটিয়ে দিই লুফে নাও আমায় ' । যেহেতু সারাক্ষণ নিজেকে নিয়ে লোফালুফি খেলাটি মনেপ্রাণে ,  তাই তাকে নিয়ে এগিয়ে গেলাম শব্দব্রাউজে।


শব্দসূত্র  : লুফে নাও আমায়


লুফে নেবার মতো হরেক বিষয় আছে । বাল্যের অভিমান থেকে না পাওয়ার আক্ষেপ , যাবতীয় শৌখিন হতাশা আর সরলতা মাখানো ছেলেমানুষি লোফালুফি করতে করতে কত সময় কাটে!  জীবনের মতান্তর মনান্তর নিয়েও ভাবনা করে সময় । তা নিয়ে ভাবনার লোফালুফি চলে । হাসে ভবিষ্যত । পরে মিলমিশ হলে বড় বেঁধে বেঁধে থাকতে ইচ্ছে । আসলে কি আর বলার,  না বলা কথাও মনে ঘোরে,  লাফায় । তাকে লুকোতে অন্য আনন্দ ।



শোক দুঃখ আর অপমান নিয়ে বড় বেশি মাতামাতি । তাদের ভাদুরের টলটলে সরোবরেও ফেলে দিয়ে আসতে পারি না । মাতব্বরি করি নিজের সঙ্গে নিজের আড্ডা মারতে গিয়ে । শেষ পর্যন্ত মনেরই জিত । সেই দুঃখ নিয়ে আমার লোফালুফি।



আমায় বড় দেখতে দারুণ আনন্দ । তাই সাজাই গোছাই পরিপাটি পরিচ্ছন্ন ব্যক্তিত্বে বড় হতে চাই ।  ভেতরের ছেলেমানুষি ছুঁয়ে থাকে আলগোছে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...