শব্দব্রাউজ ৫৯ || নীলাঞ্জন কুমার
| "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন ২৯।১২।২০ সকাল সাড়ে আটটা । আমার প্রাত্যহিক জীবনচর্যা নিয়ে ভাবতে ভাবতে গিয়ে দেখি সব কিছুর সঙ্গে আমি মেলাতে পারি না । যাহোক সব নিয়ে এই জীবন । আজ তা নিয়ে ' শব্দব্রাউজ '।
শব্দসূত্র : বিষয় জীবনচর্যা
বিষয় নিয়ে ভাবতে গেলে কখনো সখনো আমার নিজের সঙ্গে মতান্তর হয় । সব বিষয় কোচড়বন্দি করে রাখতে চাইলেও মুঠোবন্দি বালির মতো ঝুরঝুর করে ঝরে মাটিতে পড়ে । এই যে অবান্তর ক্রিয়া প্রক্রিয়া আমার সঙ্গে মিশে থাকে, তাকে তা দিতে থাকি নতুন কোন প্রক্রিয়া তার থেকে জীবন্ত যাতে হয়ে ওঠে । চৌষট্টি প্রহর হট্টগোলের ভেতর দিয়ে আমি ছুঁতে পারি আমাকে নতুনভাবে । বিষয় যত সরল কিংবা গরল হোক, তার সমাধানে সময় কাটে, এই আমার পাথেয় ...
জীবনচর্যার ভেতর থেকে অভিজ্ঞতা এসে বসে মনে, তাকে খাটিয়ে পাঠক সাজি, লেখক সাজি, কখনো পাঠক লেখক দুই সত্ত্বাকে জাগিয়ে লিখে ফেলি সকলের ভালোবাসার লেখা ।পাঠককে লেখক ভয় পায় বলে পাঠকের উপদেশ শিরোধার্য করে লেখা কাটাকুটি করে আর ক্লাসিকের দিকে এগোয় । জীবনচর্যা আমার পছন্দমতো । শেষদিন অবধি এমনই থাক .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন