বিপর্যয়ের চিঠি
পৃথা চট্টোপাধ্যায়
প্রতিনিয়ত লেখা হচ্ছে মৃত্যুর পাণ্ডুলিপি
পাখিদের ডানায় জমছে
তিল তিল অগাধ বিষাদ
পড়ে আছে কৃষকের নির্বাক লাঙল
আত্মঘাতী হতে চাইছে নীরব ফসলের মাঠ
বৃক্ষেরা ক্রমশ সরে যাচ্ছে মায়াময় ছায়া নিয়ে
নক্ষত্রলোকে অবলীলায় পৌঁছে যাচ্ছে
অজস্র সংঘাতময় জীবনের শেষ চিঠি
চারপাশে অনাহূত শূন্যতার মধ্যে
কতবার ফোটাতে চেয়েছি মুগ্ধ গোলাপ
তুমি বারবার সরিয়ে নিয়েছো স্বপ্নময় হাত
তুমি কী বধির হলে না কি অন্ধ
বেমানান এই আত্মবিস্মরণ আজ
বিপর্যস্ত জীবনের শেষধাপে এনেছে
Didi superb 👍👍
উত্তরমুছুন