দুটি কবিতা
অনিক ইসলাম
প্রেম
অন্তর, রক্ত, চেতনা, ভালোবাসার
সবগুলো ইন্দ্রিয়, জীবনের শেষ পর্যন্ত
মনের সবগুলো জানালায় শুধুই--
একজনের জন্য অন্তকালের অপেক্ষা,
শরীরের প্রতিটা রক্তের বিন্দু, হৃদয়ের প্রতিটা কম্পন,
পৃথিবীর ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা মানুষের তৈরী
সববাঁধা অতিক্রম- প্রতীজ্ঞায় অটুট
ভালোবাসার চেতনায় মগ্ন
বিশ্বাসের অটল পাহাড়।
তারার মেলা
চারিদিকে অন্ধকার নিঝুম রাত
আকাশে তারার মেলা,
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে,
নির্বাক হয়ে দেখছি--একটি একটি করে তাঁরা
আকাশ থেকে ছিটকে পড়ছে মাটিতে।
শুধু একটি তারা জ্বলজ্বল করে দীপ্তি ছড়াচ্ছে,
আমি সেই তাঁরাকে চিনি, কিন্ত চেনাতে চাইনা,
যদি কেউ ঐ তাঁরা খুলে ফেলে, তাহলে--
আমি হারাবো আমার প্রকৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন