চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১০
সৌমিত্র রায়
মাদারীপুর (চলন্ত গাড়ী); ১৪-১২-২০২০; সন্ধ্যা ৬:১৭; জাতীয় সড়ক থেকে নেমে ৷ একটু যেতেই ৷ স্বরূপ ধরলো ৷ শীত-সন্ধ্যার রাত ৷৷ গোঁয়ারতুমি ৷ ব্যস্ত সড়কের ৷ বিঘ্ন ঘটাচ্ছে না ৷ এই মুগ্ধ অন্ধকারে ৷৷ ভেসে আসা ঘণ্টাধ্বনি ৷ লোকনাথ মন্দির থেকে ৷ আরতী করছে আমার নিরিবিলি-যাপনে ৷৷ মোবাইল টর্চলাইট ৷ ঘাসের উপর ৷ গুরুত্ব বোঝাচ্ছে আলোর ৷৷ শহরের বাতিস্তম্ভ ৷ ব্যর্থতা স্বীকার করে নেয় ৷ বিস্ময় জাগাতে ৷৷ রাতের তারারা আমাতে মুগ্ধ ৷ টের পেলাম ৷ চোখাচোখি হতেই ৷৷ এমন সন্ধ্যা দেখিনি কতকাল ! হয়নি ৷ বুঝে ওঠা ৷ তারাদের মুগ্ধ চাউনি ৷ তারারা অপেক্ষা করে ৷ অন্ততঃ মাঝে মাঝে নামি ৷ জাতীয় সড়ক থেকে ৷ গ্রামের মোরাম সন্ধ্যায় ৷ || শান্তি ||
পড়লাম...
উত্তরমুছুন