মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৫ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৫

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


চলন্ত গাড়ি (সিপাই বাজার); ২৯-১২-২০২০; সন্ধ্যা ৬:২৪; বাগান ৷ কংক্রিটের ৷ কাউকে তো ঠকায়নি ৷৷ বাউণ্ডারি ৷ জলের নালা ৷ ফুটপাত ৷ কেউ হুকুম অমান্য করেনি ৷৷ হঠাৎ কমে যাওয়া ঠাণ্ডায় ৷ ডিসেম্বর হাসছে ৷৷ বেড়ে যাওয়া ৷ কমে যাওয়া ৷ ঠাণ্ডা ৷ নক্ষত্রবাগানের দিকে তাকিয়ে আছে ৷৷ চাঁদ ৷ তার সঙ্গীদের নিয়ে ৷ একটি মোবাইল টাওয়ারকে কিছু বললো ৷৷ ব্যস্ত ছিলাম ৷ শোনা হয়নি ৷৷ ওরা কেউ হুকুম দেয় না ৷ কোনোদিন ৷৷ শুধু বলে ৷ যে শোনার শোনে ৷৷ আমার অক্ষরেরা ৷ নজর রেখেছে ৷ সেদিকেই ৷৷ নজরদারি ৷ চলতে থাকুক ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...