বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫৩ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৩ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা


তেঘরিয়ার বিপাশা আবাসন ২০।১২।২০২০ সকাল সাড়ে এগারোটা । দড়ি টানাটানি খেলার কথা মনে আসতে এসে গেল রাজনৈতিক চিন্তাভাবনা । বর্তমানে নৌটঙ্কি রাজনীতির সঙ্গে দড়ি টানাটানির দারুণ সাদৃশ্য টেনে ধরলো । শুরু হল শব্দব্রাউজ ।



শব্দসূত্র  : বাস্তবের সঙ্গে দড়ি টানাটানি



বাস্তবের সঙ্গে মেলামেশা করলে তার কঠিন রূপ আমরা দেখতে পাই । কঠিন সত্যের সঙ্গে পান্ঞ্জা লড়তে গিয়ে ক্রমশ দেখে নিই বাস্তবের গলিঘুঁজি। আমৃত্যু যন্ত্রণার সঙ্গে তাল মেলাতে গিয়ে সেই আমাদের তন্ত্রীতে মিশে গিয়ে নতুন সুর সৃষ্টি করে । আমরা প্রতিযোগিতায় নামি,  ইঁদুর কিংবা কচ্ছপ হরিণের দৌড়ের সঙ্গে মিলিয়ে মিশিয়ে হই দৌড় বিশারদ । রাজনীতিতে সব কাজে লাগে । রাজনীতির বক্তৃতার যাবতীয় শব্দ শিখিয়ে দেয় কিস্তিমাতের আসল মানে । বাস্তবের হাত ধরে এগিয়ে চলি  .....



সঙ্গে থাক ক্ষমতা,  হাতছানি দিলে পৌঁছে যাক বৈভব । আমি বুঝি ঘটনা,  তার সমাধান আর গুছিয়ে নেওয়ার কলাকৌশল ।



দড়ি টানাটানি এ বয়সে পোষায় না । এ বয়স মগ্নতার  , দক্ষতার সঙ্গে পরামর্শ টরামর্শ দেওয়ার । তারুণ্যের সামনে জাহির করার দিন আর নেই । দড়ি টানাটানির স্বাদ বড় পানসে লাগে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...