চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩
"আই-যুগ"-এর কবিতা
সৌমিত্র রায়
চলন্ত গাড়ি (সিকে রোড) ; ০৭-১২-২০২০ ; সন্ধ্যা ৫টা৫৭ ; ট্রাক ৷ বোঝাই ৷ ধানের আঁটি ৷৷ কথা বলছে ৷ ড্রাইভারর পাগড়ির ধূলো ৷ সন্ধ্যার অন্ধকারের সাথে ৷৷ অন্ধকার ৷ সন্ধ্যার ৷ আলোকিত ৷ আধপোড়া বিড়ির আলোয় ৷৷ আমি দেখতে দেখতে এলাম ৷৷ আলুক্ষেত ৷ আদাক্ষেত ৷ সব্জীক্ষেত ৷ অন্ধকারের সাথে ৷ বন্ধুত্ব বিনিময়ে মগ্ন ৷ গাড়ির হেডলাইটে ৷ বিঘ্নিত হচ্ছে তাদের আড্ডা, আলাপ ৷৷ কুবাই রেলক্রসিং ৷ আমাকে আটকে রেখে এইসব ভাবাচ্ছে ৷৷ আমি তো নিজে ভাবি ৷ আর ৷ ভাবাই ৷ অন্যদের ৷৷ রাস্তায় ৷ জনসভা ফেরৎ গাড়িগুলো ৷ কাতরাচ্ছে ৷ শীতে ৷৷ ভোট আসছে ৷ শহরের মাঠে জমছে ৷ সার্কাস ৷ রাজনীতির ৷৷ আসল সার্কাসের দল ৷ শিল্পীরা ৷ অভুক্ত দিনযাপনে পালন করছে করোনাবিধি ৷৷ হাসছে ৷ হাসছে ৷ নিউজ ক্লিপিংজসহ ~ অসংখ্য এন্ড্রয়েডের আলো ৷৷ দিল্লীর রাজপথে কৃষক আন্দোলন ৷ ক্ষেত ৷ সন্ধ্যার কৃষিমজুর ৷ মাথার উপর ৷ জুড়ে থাকা অন্ধকারে ৷ একাকার ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন