বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৬০ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬০ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা





তেঘরিয়ার বিপাশা আবাসন ৩০। ১২। ২০২০ সকাল ৮টা ১৫মিনিট । ক্রিয়াকর্মের প্রতি নজর দিতে গিয়ে প্রতিক্রিয়া এসে পড়ে । তাই নিয়ে ভাবনা চিন্তা ।



শব্দসূত্র  : ক্রিয়া প্রতিক্রিয়া




ক্রিয়ার ভেতরে যেমন কাজের সম্পর্ক গড়ে তোলা হয়,  তেমনি  প্রতিক্রিয়ার ভেতরেও কাজ আছে , তবে তা ভিন্ন । সত্ত্বার সঙ্গে ক্রিয়া ক্রিয়াশীল,  তার বলে এ জগৎ চলমান । ক্রিয়াকে  বিভিন্ন দিক দিয়ে দেখার কৌশল আমাদের করায়ত্ব  ,গুণাবলীর ভেতর দিয়ে তাই ক্রিয়া চিনে নিতে হয় । নিত্য ব্যবহার্য উপাদান ঘিরে প্রতিদিনের ক্রিয়ার যে বিক্রিয়া গড়ে ওঠে তার সঙ্গে অভ্যস্ত থাকতে থাকতে বড় বেশি অনুগত হয়ে উঠি ।




প্রতিক্রিয়া ক্রিয়ার ভিত্তি করে আসে । প্রতিক্রিয়ার মতনস্বাভাবিক দিক কেমন বিপরীত হয়ে ফুটে ওঠে । সে বড় বেশি সমালোচনামূলক । ক্রিয়াকে ব্যাখ্যা করে বেঁচে থাকা প্রতিক্রিয়া সত্যি কি ক্রিয়াকে নিখুঁত করে ? নাকি  ধ্বংসাত্মক দিকে নিয়ে যায়?  জানতে গবেষণা প্রয়োজন, হা হা!!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...