বিষাদ গাথা
রোশেনারা খান
ঝড় উঠছ ঝড় থামছে
পৃথিবী হচছে শান্ত।
আমি হাসছি আমি কাঁদছি
হচ্ছি না তবু ক্লান্ত।
আমি ভাবছি আমি ভাঙছি
আবার লাগছি জোড়া,
মন ভাঙলে দাগ থেকে যায়
যায়না তাকে জোড়া।
যা যা দেখি তা লিখে রাখি
জানিনি পড়বে কে ?
এইদিন মাস হবে ইতিহাস
মূল্য কি পাবে সে ?
একদিন আমি থাকবনা জানি
তার কাছে যাব চলে।
সেদিনের ক্ষণে রাখবে মনে ?
নাকি যাবে সব ভুলে ?
ছিল সব বেশ হয়ে গেল শেষ
নেই কিছু আর বাকি,
আমরা কজন ছিল খোলামন
আজ গুম হয়ে থাকি।
ফাগুন জৈষ্ঠ একই কষ্ট
নেই তো তফাৎ কিছু,
কষ্ট যে মনে বোঝে কোনজনে
চলি মরণের পিছু।
পিছনে ফেরার নেই অধিকার
সামনে অনেক পথ।
যেতে হবে দূর পথ বন্ধুর
আসবেনা নিতে রথ।
,
Sundar
উত্তরমুছুন