চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২০
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
শরৎপল্লী ; ২৪-১২-২০২০ ; সন্ধ্যা ৫:৫৭ ; নতুন মলাটে ৷ রঙ ৷ নতুন আনন্দে মাতিয়েছে ৷ বইয়ের তাক ৷৷ চিন্তন ৷ অক্ষরশৃঙ্খলে নিহিত ৷৷ সন্ধ্যার প্রদীপে ৷ জ্বলতে থাকা আলোয় ৷ হঠাৎ বইয়ের অক্ষর শক্তিসিঞ্চনে আত্মমগ্ন ৷৷ জ্বলতে থাকা ধূপ ৷ প্রশ্ন করছে ৷ সব অক্ষর কি শুদ্ধ ? অক্ষরে নিহিত চিন্তন ৷ তা কি সিদ্ধ ? ধোঁওয়ায় জড়ানো সুবাস ৷ হাওয়ায় আঁকছে মুদ্রা ৷ প্রশ্নের উত্তর প্রাপ্তি আর না-প্রাপ্তির আনন্দে ৷৷ সময় বলছে ৷ আস্থা ফেরাও প্রকৃতিতে ৷৷ ধ্যান ৷ ব্যায়াম ৷ আয়ুর্বেদ ৷ তেড়েফুঁড়ে কঠিন সময়কে অতিক্রম করার ৷ সহজ ৷ সুন্দর ৷ সত্য পথ ৷৷ পথ ৷ পথিকের ঝোলা ব্যাগে ৷ প্রতিনিয়ত অপেক্ষমন ৷৷ ওহে পা ৷ তোমার ছাপ-শিল্প কনটিনিউ করো ৷৷ মলাটে মলাটে ৷ অক্ষরে অক্ষরে ৷ প্রকৃতিতে ৷ জীবনে ৷ অনন্য তুমিই ৷৷ জাগিয়ে রাখো ৷ প্রদীপ শিখায় ৷ তোমাকে ৷ তোমার তুমিকে ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন