চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮
সৌমিত্র রায়
পঞ্চুরচক; ১২-১২-২০২০; সন্ধ্যা ৬:১৫; রাস্তার মোড় ৷ হর্ণ ৷ রকমারি হর্ণ ৷ গতি আর সতর্কতায় মেতে ৷৷ ধূলো ৷ রাস্তার ৷ মাফলারে জড়াচ্ছে গতির অর্জ্জিত অহং ৷৷ শীত ৷ ভেসে বেড়াচ্ছে ৷ রাস্তার অল্প উঁচুতে ৷ কুয়াশার স্বাচ্ছন্দ্যে ৷৷ সতর্কতাহীন গতির নোটিফিকেশন ৷ নীরবে বাজাচ্ছে ৷ ব্যাগবন্দী অক্ষরে অক্ষরে ৷৷ কেউ যেন শোনাচ্ছিল ৷ এইসব ৷৷ সাইকেলের বেল ৷ হঠাৎ বেজে উঠলো ৷৷ আমাদের গল্পের ভেতর ৷ গতি ৷ গতিহীনতা ৷ সতর্কতা ৷ অসতর্কতা ৷ মায়াবী চোখে তাকিয়ে থাকে ৷ সভ্যতার গতি ৷ আর তার অহংকার নিয়ে ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন