শব্দব্রাউজ ৩৮ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন ৯। ১২। ২০২০ সকাল আটটায় । এই মহামারীতে মুক্তি স্বাদ ভুলতে বসেছি বলে মুক্তিচেতনা বড় যন্ত্রণা দেয় । মুক্ত বিহঙ্গের ওপর ঈর্ষা জাগে । মনে মনে তখন 'এসো মুক্ত করো' গান ।
শব্দসূত্র : এসো মুক্ত করো
এসো জীবন পাত্র উচ্ছলিয়া , মুক্তি । বদ্ধ হাওয়ার ভেতর বিষিয়ে যেতে যেতে আয়ুক্ষয় করি । নিঃসাড় ঘুমের ভেতরেও মুক্তিচেতনা ছলকায় । অনবরত শিল্পচর্চার বাইরেও যে কোন কোন চর্চা থাকে, তাকে ভুলে গেলে অভিজ্ঞতার ভাঁড়ারে শূন্যি ঠেকে । এসো, বন্ধন ত্রাতা । এক মুখ এক আকাশ এক ঘরবাড়ি অনুভব করতে করতে একেই জীবন বলে ধরে নিচ্ছি বলে ভয় হয় । স্বগতোক্তি করলেও তা কখন মুখ থেকে শুনিয়ে দেয় আমার দুঃখ কথা । এসো লুন্ঠন করো আমার দুঃখ ঈর্ষা । এসো কানে দাও এগোনোর মন্ত্র, কণ্টকাকীর্ণ পথে চলার সহ্যশক্তি ....
মুক্ত এখন কেবল স্বপ্ন । তাকে নিয়ে এই যাপন তৃষ্ণা ।
করো শুদ্ধি ঘরে ঘরে শান্তিজল ছড়িয়ে । যাতে নিভে না যায় আশাসূচি । গুণাবলি ছুঁয়ে থাক অহর্ণিশ, এই আশায় ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন