শব্দব্রাউজ ৫৫ || নীলাঞ্জন কুমার
| "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন ২৫। ১২। ২০২০ সকাল আটটা চল্লিশ । তাল বেতাল নিয়ে হরেক চিন্তাভাবনার ভেতরে নিজেকে খুঁজছিলাম, নিজে কতখানি তালে বেতালে । এই খেলার মধ্যে এক আনন্দ থাকে । কল্পনায় নিঃসীম শূন্যে মিশে যাওয়ার মতো ।
শব্দসূত্র : তাল মেলানোর খেলা
তাল মেলানো চলার ভেতর দিয়ে সবাই পৌছোনোর চেষ্টা করে নির্দিষ্ট লক্ষ্যে, এই যেমন কাজেকর্মে বেরিয়ে তাল মিলিয়ে সারাদিনের সফলতা আদায় করে তবে রাতে বাড়িতে ফেরার পর হোম সুইট হোম বলে চিৎকার করার জন্য কোটি মানুষ তৈরি, তেমনি বেতালার ভাগ্যে হাজারো দুঃখ লেখা থাকার যন্ত্রণা কেউ খন্ডাতে পারে না । কে আর চায় যন্ত্রণা বন্ধু করতে? পরিস্থিতি যন্ত্রণা দেয় আবার তার থেকে বেরিয়ে আসার পথ দেখায় ।
মেলানোর প্রক্রিয়া সত্যি কি সকলকে মিলিয়ে দেয়? সকলে বেঁধে বেঁধে থাকার সংকীর্তন যতই প্রহরে প্রহরে করা যায়, সবাই কিন্তু নিজেকে আলাদা রাখতে ভালবাসে, তাতে শরীরে হাওয়া বাতাস আসে ।
খেলা ভাঙার খেলা খেলতে যাওয়ার ভেতরে বে- তালের দিকটি সামনে আসে । সুখের বাসা ভাঙতে কে আর চায়! সুখ বলতে যারা পার্টিতে কোমর দোলায়, তারাও জানে এ খেলা নিরন্তর চলে না । একসময় একা হতেই হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন