শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১৩ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ  ১৩ ||  নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন । ৬।১১।২০২০ সকাল ৯ টা ৫০ মিনিট । অনেক দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল  ' জড়িয়ে ধরছে বিষণ্ণতা ' কথাটি । বিষণ্ণতা কি করোনা কালের জন্য? ভাবতে ভাবতে এই কবিতা -


শব্দসূত্র:  জড়িয়ে ধরছে বিষণ্ণতা


জড়িয়ে আছি সুখ দুঃখ,  রোগা মোটা বিষণ্ণতা ,  বেদনা মার্কা স্মৃতি,  যদি অবিবাহিত থাকতাম তবে কতখানি স্বাধীন হতাম সে নিয়ে অহৌতুকী ভাবনাটাবনা । সত্যি বলতে কি সব কিছুতে হেতু খুঁজতে গিয়ে খোঁজাই রয়ে যায় , আনন্দ  উধাও । দুঃসহ জীবনের থেকে যদি
কোচরে  ভরে কুড়িয়ে আনতে পারতাম সুখ  । তবে দশদিশি আলোকোজ্জ্বল । জড়িয়ে আছি প্রগলভতা,  অপ্রয়োজনীয় রাগ, তর্ক ।  সত্যি কি ভালো আছি !

তবু  ধরেছে মায়ের কোলে নেওয়ার মুহূর্ত , স্নেহচ্ছায়া,  স্মৃতিকথা  লেখার নস্টালজিয়া ।  পুরোনো ছবির সঙ্গে ছুটে আসা অতীত এখন ভীষণ প্রয়োজন । ধরেছে তীব্রতা,  প্রতিদিনের শব্দের সঙ্গে মিতালি আর হেতুহীন বিষয়ের সঙ্গে বন্ধুত্ব ।

বিষণ্ণতা কি খেতে পাওয়া মানুষের শৌখিনতা?  ব্যর্থতার পরের মুহূর্ত?  বিষণ্ণতা কুচি কুচি করে ছিঁড়ে আসুক উদ্যম । নাহলে বাঁচার মতো বাঁচব কেমন করে !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...