"আই-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৬ : নীলাঞ্জন কুমার
তেঘরিয়া । বিপাশা আবাসন । ২৬। ১০।২০২০ সকাল ৯ - ৫০ মিনিট । বড় বেশি নিস্তরঙ্গ আজ ।
শব্দসূত্র : এ লগন গান শোনাবার
এ লগনে আজকের গান কই? বাতাস ডাকপিওন তিন দিন ধরে পৌঁছে দিয়েছে বছর পন্ঞ্চাশ আগের কিশোর কুমার আশা ভোঁসলে, সত্তর বছরের হেমন্ত, একশো বছরের রবীন্দ্রনাথ । অষ্টমীর শুভ সময় কান ফাটিয়েছে ' বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা ' । সপ্তমীর উৎকট গরমের মধ্যে শুনতে হয়েছে ' সন্ধ্যাবেলা তুমি আমি ' । শুধু এ লগনের গান নেই । চলছে চলবে। গতানুগতিক । ডাকপিওন কি করে জানবে এ মনের চাহিদা ....
গান শোনাবার গান শোনার মাধুর্য চাই । এ লগনে শুধুই ডি জে । ভিজে থাকি বিষন্নতায়, বাতাসে হট্টরোল । উদোম নাচ, এই তো জীবন কাকা ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন