বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ২৬ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ২৬ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন  ২৫।১১।২০২০ সকাল ৮ -  ১৫ মিনিট । অল্প ঠান্ডা বাতাসে । প্রেম প্রকৃতি ইত্যাদির কথা ভাবতে গিয়ে মাথায় এলো  ' নেংটি ইঁদুরে ঢোল কাটে ' । তাই নিয়ে ধীরে ধীরে ঘটে গেল শব্দব্রাউজের চিন্তা ।


শব্দসূত্র   :  নেংটি ইঁদুরে ঢোল কাটে


নেংটি ইঁদুর মানে যদি শুধু টম এন্ড জেরি হত তবে কেউ  তাকে  বিষ দিয়ে পেট ফুলিয়ে  মারতো না । কার্টুন আর বাস্তবের মিল কোথায়? নেই,  নেই হে । জেরি আর টম এত মারামারি করেও যখন বেঁচেবর্তে থাকে,  তখন কার্টুনের অবাস্তবতা হাসির খোরাক হয়ে ওঠে । নেংটির কাছে যখন অনেক কিছুই কুটিকুটি করার ক্ষমতা,  তখন কি করে মানুষেরা বাস্তবে  মজা পাবে বলুন? 


নেংটি ইঁদুরের ঢোল কাটার দৃশ্য  দেখার সময় কার আর 'গতরে পিরিতি ফুল ফুটে ' মেলানোর ইচ্ছে জাগে ।নেংটির গতর বড় ছোট, ঢোলের ওপর চড়ে বসে অবলীলায় যেতে পারে দেশ দেশান্তরে । চুপিসারেগানও শুনতে পারে ' নেংটি ইঁদুরে ঢোল কাটে.... ' । টম এন্ড জেরির স্রষ্টা তা দেখলে নির্ঘাত বানিয়ে নিতেন কমিকস্ ফিল্ম । শেষে সবাই হাততালিতে ভরিয়ে দিতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...