শব্দব্রাউজ - ১৯ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন ১৫। ১১। ২০২০ সকাল ৮টা ২০। দীপাবলির দিন । বাইরে মাইকে হাজারো গান। ফিল্মী। তার মধ্যেও আমি নিজের জগতে ।
শব্দসূত্র : বিদ্যে বোঝাই বাবুমশাই ।
বিদ্যে বোঝাই দিনগুলো সরে সরে যায়, কিন্তু রেখে দিয়ে যায় বোঝাই করা বিদ্যে । সেই সব বিদ্যের ভেতরে মনন গ্রাস করে, আমি সেই মননের সঙ্গে জীবন্ত হই প্রতিদিন । শব্দের ভেতর শব্দের আবিষ্কার নয়তো ভাবনার ভেতর ভাবনা আমায় ছেড়ে গেলে আমার আত্মিক মৃত্যু অবশ্যম্ভাবী । শ্বাস, পুষ্টি , যৌন, রেচন ক্রিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে থাকার যে যন্ত্রণা , তা বুঝি বলে চাই তার উর্ধের জীবন । বিদ্যে বোঝাই মন কি ডেকে আনে অহং ? মানুষ না চেনার আগ্রহ? নাকি শিশুর সরলতা ? সফলতার পরবর্তী সফলতা নিয়ে বুঁদ হয়ে থাকা?
বাবুমশাই মানেই বিদ্যে বোঝাই নয় তা জানতে গেলে বিদ্যে লাগে । সুকুমার রায়ের ' বাবুমশাই ' ভেতরে ভেতরে সবাই । পোকামাকড়ের আশ্চর্য বিদ্যের সামনে দাঁড়াতে না পারার ভাবনা ভাবতে গেলে দুঃখ ছুটে আসে , ধোপদুরস্ত দিনের ধোপদুরস্ত বাবুমশাই আসে যায় কিন্তু বাস্তব চেয়ে দেখে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন