পদ্ম নামে মেয়েটি
বর্ণজিৎ বর্মন
ছুটন্ত ট্রেন থেকে জলাশয়ের দিকে
চোখ যেতেই দেখা হল পদ্মপাতায় শিশিরের স্নান
এ ফোটা পদ্ম শারদীয়ার পদ্ম
সকলেই দেখে , উপভোগ করে সৌন্দর্যের মাধুরী
কোভিড স্পেশাল ট্রেন ছুটে চলে
যাত্রীর গন্তব্যে
এ শারদীয়ার পদ্ম ,এ জলঙ্গির পদ্ম শুভেচ্ছা টুকু পেলো না
জীবন পৌছে গেল পৃথিবীর ঘরে
এ পদ্ম এক মেয়ে হয়ে ফুটে আছে নিস্তব্ধ স্বল্প গভীর জলাশয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন