শব্দব্রাউজ- ২৮ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন ২৭।১১।২০২০ সকাল ৮টা । সকালে চা বিস্কুট খেতে খেতে মোবাইলে হরিনাম শুনতে শুনতে ছুটে এলো বহু স্মৃতি । যার ভেতর দিয়ে অন্তত কিছুটা অতীতকে পর্যবেক্ষণ করা গেল ।
শব্দসূত্র - স্মৃতি তুমি বেদনা
অষ্টআশি হাজার স্মৃতির ভেতর থেকে ষেষট্টি হাজার বেদনার স্মৃতি বড় বেশি জ্বাজ্বল্যমান । তাদের নিয়ে ছুটে আসে মনখারাপের সময় । অপমানের শক্ত স্তুপ সরিয়ে দিতে চাইলেও সে অনড় । স্মৃতির ভেতরের বত্রিশ হাজার পাপ চিনে নিই , কিন্তু তা বিবেকের ভেতর
থেকে সরিয়ে দিতে পারি না । ' স্মৃতি তুমি বেদনা ' গাইতে গাইতে মন খারাপের বিকেলের জমা কালো মেঘের থেকে বৃষ্টি নামিয়ে পাপ ধুইয়ে দিতে পারিনা । বুঝিনা সকালের স্মৃতির আর বিকেলের স্মৃতির সঙ্গে এত প্রভেদ কেন? হিসেব মেলাতে গিয়ে হাজার দশেক
ভুল ধরা পড়লেও বাকিটা ভুল হয়ে থেকে যায় । তারা আমার মন খারাপ করায় বারেবারে ।
তুমি- র সঙ্গে হরেক স্মৃতি । ভালো মন্দ । একাধারে বন্ধু আবার শত্রু। অবসরে অবদমন থেকে বেরিয়ে আসে ।
বেদনা সরাতে গিয়ে হাজার বেদনা এসে পড়ে । ষেষট্টি হাজার বেদনা আমায় দাস করে রাখে । অনিচ্ছের সঙ্গে মনে করতে থাকি । অবিরত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন