বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১২ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ  ১২  ।  নীলাঞ্জন কুমার 



তেঘরিয়া । ৩। ১১। ২০২০ সকাল ১১টা ৩০ মিনিট । ইউ টিউব দেখে সময় সম্পর্কেভাবতে গিয়ে  ' তথৈবচ ' শব্দের উত্থান । তার মধ্যে ' সময়ের সঙ্গে ' যোগ করে কাব্যিকতা এলো ।


শব্দসূত্র:  তথৈবচ সময়ের সঙ্গে


' তথৈবচ 'এখন যখন খুশি যে কোন সময় সব কিছুতে বলা যেতে পারে । ভুখা মানুষ, প্রলেতারিয়েত,  ফুটপাথ বাসী,  নিরন্ন মানুষ কত কিছু বিভূষণে ভূষিত মানুষও সবার মনে মনে কিন্তু তথৈবচ । কোটি কথার জনসভা শুনতে গিয়ে এখন আর রক্তে জোয়ার বয় না । সব যখন এমনই তখন কি নিয়ে থাকা যায় ভাবতে ভাবতে দিন গেল দিন গেল রাধে ....।


সময় নিঃসীম শূন্যের দিকে ধীরে ধীরে উধাও । তবু সময়ের ধারাপাত মুখস্থ করায় নামতা সংখ্যা । হিসেব বাড়তে বাড়তে টালমাটাল । সুতরাং সেও তথৈবচ । জীবনের কিছু হল না .....


কার সঙ্গে থেকে উজ্জীবিত হব । তথৈবচ হতে হতে দীর্ঘশ্বাস ছাড়ি .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...